কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া অঞ্চলে জ্ঞানার্জনের অন্যতম প্রতিষ্ঠান পাঁজিয়া ডিগ্রী কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সহস্রাধিক শিক্ষার্থীর কলকাকলিতে মুখর অত্র কলেজে সময়ের সাথে সাথে উত্তরোত্তর উন্নতি সাধন করছে। উচ্চ মাধ্যমিক বিভাগ নিয়ে শুরু করা কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা ও স্নাতক (পাস) বিভাগ চালু রয়েছে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা কারণে বোর্ড পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে। গুণগত মানসম্মত পড়াশোনায় আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি।
আমি পাঁজিয়া ডিগ্রী কলেজ এর সাফল্য কামনা করি।
মোঃ রুহুল আমিন
অধ্যক্ষ
পাঁজিয়া ডিগ্রী কলেজ